ডোমেইন নাম বলতে কোন একটা ওয়েবসাইটের নামকে বোঝায়।


সহজ ভাবে বললে, ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের এ্যাড্রেস বা ঠিকানা যেটি মানুষ ব্রাউজারে টাইপ করে ওয়েব সাইট ভিজিট করতে পারবে।

উদাহরণ হিসেবে আমরা বলতে পারি facebook.com এটি একটি ডোমেইন।


প্রতিটা ওয়েব সাইটের আইপি অ্যাড্রেস থাকে, সেই আইপি অ্যাড্রেস মনে রাখা সহজ হয় না। আইপি অ্যাড্রেস এর পরিবর্তে ডোমেইন নাম ব্যাবহার করা হয়।

যেমন, "example.com" মনে রাখা যতটা সহজ  এর আইপি এড্রেস 208.192.188.166 মনে রাখাটা ততটা সহজ হবে না।