মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর ডোমেইন টি হোল্ড করে রাখা হবে। ভিজিটররা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না। 


(Renewal grace period) আপনার ডোমেইন এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও আপনাকে রিনিউ করার সুযোগ দিবে। ১ থেকে ১৫ দিনের ভিতরে কোন প্রকার জরিমানা ছাড়াই আপনি ডোমেইন টি রিনিউ করতে পারবেন।  


(Renewal grace period) ডোমেইন এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ১৫ থেকে ৩০ দিনের ভিতর যদি রিনিউ করেন, তা হলে জরিমানা যুক্ত হতে পারে। 


(Restoration grace period) ডোমেইন এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ৩০ থেকে ৬০ দিনের ভিতর যদি রিনিউ করেন। তাহলে আপনাকে অতিরিক্ত জরিমানা দিতে হবে - সাধারণত ১০০ ডলার (একটি .com  ডোমেইনের জন্য) বা এটি বিভিন্ন ডোমেইন এক্সটেনশন ভেদে নির্ধারণ হয়ে থাকে। 


৬০ দিনের পরে রিনিউ করার আর কোনও উপায় নেই এবং আপনি আপনার ডোমেইনটি হারাবেন।